সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

রাজশাহীর পদ্মার পাড়ে প্রবেশে টিকিট কাটতে হবে দর্শনার্থীদের

শিক্ষানগরী রাজশাহীর বলাযেতে পারে একমাত্র বিনোদন কেন্দ্র পদ্মা পাড় বিশেষ করে পদ্মা গার্ডেন। কিন্তু এই উম্মুক্ত ও সাবলীল সময় কাটানো যেন আর সয়ছে না কর্তাবাক্তিদের। তাদের এখন টাকার দরকার।

আর তাই, এই উন্মুক্ত বিনোদন কেন্দ্র রাজশাহীর পদ্মার পাড় ব্যবসা কেন্দ্রে পরিণত হতে চলেছে। এখন থেকে টিকিট কেটে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। এজন্য নগরবাসী ক্ষোভ প্রকাশ করলেও সিটি করপোরেশনের কর্মকর্তাদের দাবি, বিনোদন ব্যবস্থাকে জোরদার করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

বড়কুঠি থেকে টি-বাঁধ পর্যন্ত পদ্মার পাড় রাজশাহী নগরবাসীর কাছে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে প্রবেশের আগে ধরা-বাঁধা কোন নিয়ম ছিলো না। কিন্তু এখন টিকিট কেটে পদ্মার সৌন্দর্য উপভোগ করতে হবে দর্শনার্থীদের।

এ লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন দরগাপাড়া মাজার থেকে লালন শাহ পার্ক পর্যন্ত ১০ ফিট উঁচু করে পিলার দিয়ে ঘিরে দিচ্ছে। এতে পদ্মাপাড়ে নগরবাসীর উন্মুক্ত চলাফেরা বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা।

এ ব্যাপারে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর মতো সামাজিক সংগঠনের সাথে জড়িতরা বলছেন, এমন সিদ্ধান্তের কারণে দর্শনার্থী-বিমুখ হয়ে পড়তে পারে পদ্মার পাড়।

অবশ্য সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, পদ্মার সৌন্দর্য বর্ধনের জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে।

সিটি কর্পোরেশন জানিয়েছে, নির্দিষ্ট এলাকার পদ্মার পাড়কে কাঁটাতারে ঘিরতে খরচ হচ্ছে প্রায় ৩৭ লাখ টাকা।
সুত্রঃ সময় টিভি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন