শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

ঢাকা মেট্রো এলাকার গনপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ

ঢাকা মেট্রো এলাকার গণপরিবহনগুলোতে সরকারকর্তৃক নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। অনেক ক্ষেত্রেই গণপরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনা শোনা যায়। বসের ভাড়া নিয়ে দ্বন্দ্ব যেন এক চিরায়ত প্রথা। সড়ক ও পরিবহন মুন্ত্রি জনাব অবাইদুল কাদের কয়েক দিন পূর্বে বলেছেন রাজধানীর শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া এবং না নিলে ব্যাবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এর পরেই উঠে আসে অভিযোগ কেন্দ্র বা অভিযোগ গ্রহণকারীর প্রসঙ্গ। কে, কথায়, কিভাবে কিংবা কার কারকাছে অভিযোগ জানাবে?  আর তাই এই সমস্যা সমাধানে বিআরটিএর ফোন এবং ওয়েবসাইট থাকছে সকলের অভিযোগ গ্রহণ করার জন্য। বাস/মিনিবাস/সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত কোন অভিযোগ থাকলে তা বিআরটি-এর ফোন নং- ৯১১৩১৩৩, ৫৮১৫৪৭০১, ৯১১৫৫৪৪, ৯০০৭৫৭৪- এ অফিস চলাকালীন সময়ে জানাতে পারবেন। এছাড়া বিআরটিএর ওয়েবসাইটে গিয়ে যে কেউ তার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, এবং মোটরযানের নম্বর দিয়ে সুনির্দিষ্ট অভিযোগ করতে পারবেন।

 অভিযোগ করতে এখানে ক্লিক করুন
 ভাড়ার তালিকা জানতে এখানে ক্লিক করন 

বিঃ দ্রঃ বিআরটিএ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে http://brta.gov.bd/ এই লিংক থেকে ঘুরে আসুন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন